শুক্রবার ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:২৩, ২ মে ২০২৪

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস
সংগৃহীত

দেশে চলছে তীব্র দাবদাহ। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরের মানুষ। এরই মধ্যে দিয়ে ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে।  এ ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে পাঁচ বিভাগে বৃষ্টির আভাস মিললেও দেশের পশ্চিমাঞ্চলে এখনও তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস জানায়, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়