বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ২০:১৮, ১৩ মে ২০২৫

আ.লীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলা, ১৫ লাখ টাকা ছিনতাই

আ.লীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলা, ১৫ লাখ টাকা ছিনতাই
সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. শাহ জাহান কোম্পানী (৬০) ও তার নেতৃত্বাধীন সন্ত্রাসী দল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী ব্যবসায়ী সানোয়ার সিদ্দিক পলাশ (৩৬) স্থানীয় চর গুল্লাখালি গ্রামের সানা উল্যাহর ছেলে এবং চাপরাশিরহাট বাজারের 'মেসার্স পারভেজ এন্ড ব্রাদার্স' এর স্বত্বাধিকারী।

ঘটনার পরপরই তিনি কবিরহাট মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহ জাহান কোম্পানীকে রাতেই গ্রেফতার করেছে।

অভিযোগে বলা হয়, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে ধানশালিক বাজার সংলগ্ন আবুল খায়ের সুপার মার্কেটের সামনে শাহ জাহান কোম্পানীর নেতৃত্বে সন্ত্রাসীরা পলাশ ও তার ম্যানেজার ইয়াসিনের গতিরোধ করে। এরপর তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেলে থাকা নগদ ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগে আরো বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা সংঘটিত হয়েছে। ভুক্তভোগীদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে শাহ জাহান কোম্পানীর সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে মামলাও রয়েছে। সম্প্রতি একটি জমি দখল নিয়ে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এবং এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: