বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যশোর প্রতিনিধি :

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ জুন ২০২৫

ভারতে যাওয়ার সময় বেনাপোলে রংপুরের আ.লীগ নেতা আটক 

ভারতে যাওয়ার সময় বেনাপোলে রংপুরের আ.লীগ নেতা আটক 
সংগৃহীত

ভারতে চিকিৎসার উদ্দেশে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমানকে (৫৩) আটক করেছে।

 

রবিবার (২২ জুন) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় পাসপোর্ট যাচাইকালে তিনি আটক হন।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, পাসপোর্ট স্ক্যান করার পর ইমিগ্রেশন ডাটাবেজে আনিছুর রহমানকে একটি মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়।

 

আটককৃত আনিছুর রহমান রংপুর সদর উপজেলার ইকোরচালি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।  

 

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, আনিছুর রহমানের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি মেট্রো থানায় ২০২৪ সালের ২৭ নভেম্বরের একটি মারামারির মামলা রয়েছে। আটকের পর আনিছুর রহমানকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, আটক রাজনীতিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী তাকে রংপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

এ বিষয়ে আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, আমি তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে মামলা রয়েছে, এটা আমার জানা ছিল না।

সম্পর্কিত বিষয়: