মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বরগুনা প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৩৫, ১৫ জুলাই ২০২৫

বরগুনায়

জুলাই শহীদদের পরিবারের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ

জুলাই শহীদদের পরিবারের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ
সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালীন ঢাকায় বরগুনার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় পরিবারগুলোর পাশে থেকে সব প্রকার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তারা।

 

সোমবার (১৪ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রায় বরগুনায় এসে বরগুনার আরডিএফ টাওয়ারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এ সাক্ষাৎ করেন তারা। 

এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ। 

 

আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়ে পরিবারগুলোর উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা মারা গেছে তারা একটা নতুন দেশ চেয়েছিল। ভালো একটা দেশ চেয়েছিল। সেটা তৈরি করার জন্যই আমরা কাজ করতেছি। সারাদেশে ২৪ এর গণঅভ্যুত্থানে যে শহীদ পরিবার আছে তারা আমাদের পরিবার, আমরা এক পরিবার। শহীদদের আত্মত্যাগ কোনো কিছু দিয়েই ক্ষতি পূরণ হবেনা। টাকা-পয়সা কোনো কিছু দিয়েই হবে না। তারপরও সরকারের দায়িত্ব আর্থিক এবং রাজনৈতিক নিরাপত্তার কিছু উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। আমরা চাই সরকার সে উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়ন করবেন। এছাড়া যে কোনো প্রয়োজনে বরগুনায় এনসিপির স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে পরিবারগুলোর যোগাযোগ রাখতে বলেন তিনি। 

সম্পর্কিত বিষয়: