লিও ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ এর সভাপতি আরমান হোসেন

লিও ক্লাব অব ঢাকা নিউ ডায়মন্ডের সদস্য লিও আরমান হোসেন নতুন সেবাবর্ষ ২০২৫-২৬ এর জন্য লিও জেলা ৩১৫ এ১-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজধানীর বাংলাদেশ লায়ন্স ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২৯তম বার্ষিক সম্মেলনে তিন দুই ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লিও তাসনুভা মেহেরুন অর্চি, লিও ক্লাব অব কারওয়ান বাজারের প্রতিনিধি।
সম্মেলনের উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ এ১-এর ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ টিম ও লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। দিনব্যাপী এ আয়োজনে জেলার সকল লিও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন এবং নতুন জেলা কমিটি গঠন করা হয়।
নির্বাচিত হওয়ার পর লিও আরমান হোসেন বলেন, "আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। লায়নদের সহযোগিতায় আমরা লিওদের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করব। মতের অমিল থাকতেই পারে, কিন্তু দিনশেষে আমরা সবাই এক পরিবার। অতীতের ভেদাভেদ ভুলে মানবিক ও ঐক্যবদ্ধ লিও জেলা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ।"
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়া, ২০২৫-২৬ বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, ফার্স্ট ভাইস গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন আবুল হোসেন খোন্দকার, এবং সম্মেলন নমিনেশন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মোঃ সারাফুজ্জামান পিএমজিএফ সহ বহু বিশিষ্ট লায়ন ও লিও নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২৪-২৫ সেবা বর্ষের সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বছরের সেরা লিও, শীর্ষ ৫টি ক্লাবসহ বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ সদস্যদের পুরস্কৃত করা হয়।