আইন উপদেষ্টা
আ.লীগের রাজনৈতিক তৎপরতা দেখলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যদি কোনো রাজনৈতিক তৎপরতা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, আমরা প্রথম থেকেই বলেছি, মবের (অগঠিত জনতা) বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এখন যে পুলিশ নিয়ে কাজ করছি, সেটি সেই একই পুলিশ-যাদের আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে নিজেদের লোক দিয়ে নিয়োগ দিয়েছে। কাজেই তারা এখন শতভাগ আমাদের পক্ষে থাকবে, এমনটি ভাবা ঠিক হবে না।
তিনি বলেন, শেখ হাসিনা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন। এখন আমাদের সেই ধ্বংসস্তূপের মধ্যেই ধীরে ধীরে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি, সবার কথা শুনে, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করতে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।