বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নাটোর প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:১৫, ২৯ জুলাই ২০২৫

নাটোরে চাঁদা না পেয়ে ১০ দোকানে তালা, গ্রেফতার ৪

নাটোরে চাঁদা না পেয়ে ১০ দোকানে তালা, গ্রেফতার ৪
সংগৃহীত

চাঁদা না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের ১০টি দোকানঘরে তালা লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দোকানগুলো দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে দেওয়া হয়।

 

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও আহম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী (৪৫) ও তার বাবা মুজিবর রহমান (৭০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহম্মদপুর বাজারে জমি কিনে ১০টি দোকানঘর নির্মাণ করেন। প্রায় ৭০ বছর ধরে তারা ওই জমি ভোগদখল ও নিয়মিত খাজনা দিয়ে আসছেন। গতকাল বেলা ১১টার দিকে রুহুল আমিন, আজিমুদ্দিন, হায়দার আলী, মুজিবর রহমানসহ ৪০/৫০ জন লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে দোকানপ্রতি মাসে ৫ হাজার টাকা করে চাঁদা দেওয়ার জন্য কোরবান আলীকে হুমকি দেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা ১০টি দোকানঘরে তালা লাগিয়ে দখলে নেন। দোকান না ছাড়লে ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকিও দেন তারা। পরে ভুক্তভোগী ব্যক্তিরা স্থানীয় সেনাক্যাম্প ও বড়াইগ্রাম থানায় অভিযোগ করলে পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে সন্ধ্যায় আহম্মদপুর বাজারে অভিযান চালান। এ সময় দোকানগুলোর তালা ভেঙে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। পরে সন্ধায় ৪ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়।

 

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় গতকাল চাঁদাবাজির মামলায় ৪ জনকে সেনাসদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেছেন। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: