নোয়াখালীতে অর্থ আত্মসাত ও প্রতারণার দায়ে বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী সদর উপজেলায় বন্যার্ত, দুস্থ-অসহায় ও মসজিদ-মাদ্রাসার অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে মো. সাহাব উদ্দিন (৫০) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ জুলাই) রাতে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বসু চৌকিদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সাহাব উদ্দিন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপুর গ্রামের মমিন উল্যাহর ছেলে এবং তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
এর আগে গত ১৫ মে মো. আবদুর রব নামের এক আমেরিকা প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব বরাবর বাংলাদেশ দ্রুতাবাসের মাধ্যমে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী মো. নুর নবীর সাথে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক ছিল অভিযুক্ত মো. সাহাব উদ্দিনের। বিশ্বস্ততার সুবাধে এলাকার গরীব-দুঃখী, অসহায়, দুস্থ ও ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা) উন্নয়ন কাজে অনুদান পাঠালে সাহাব উদ্দিন এর ৭০% টাকা আত্নসাৎ করে বাকি ৩০ শতাংশ টাকা দান করতেন। সাহাব উদ্দিন ও তার পরিবারের বিশেষ অনুরোধে ২০২২ সালে তার ছেলেকে আমেরিকা আসার সুযোগ করে দেন আমেরিকা প্রবাসী মো. নুর নবী৷ এসময় তার খরচ ও আমেরিকায় বৈধতার ব্যবস্থা করে দিতে মোট ৩০ লক্ষ টাকা ব্যয় করে।
ভুক্তভোগী প্রবাসী মো. আবদুর রব বলেন, ‘২০২০ সালে একটি বাড়ি ক্রয় করার জন্য আমাকে বললে আমি তা ক্রয় করি। পরে জানতে পারি যে সাহাব উদ্দিন বাড়ি ক্রয় বাবত চল-চাতুরীর মাধ্যমে আমার ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে। এছাড়াও আমার নিকট প্রাপ্ত বাড়ির বিদ্যুৎ বিল বাবত ৬০ হাজার টাকা নিলেও তা পরিশোধ করেন নি বিধায় বিদ্যুৎ অফিস আমার বিরুদ্ধে মামলা দেয়৷ পরে আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করি। এছাড়াও বাড়ির দারোয়ান এর ১২ হাজার টাকা ধার্যকৃত টাকা না দিয়ে প্রতিমাসে ৮ হাজার টাকা করে দিয়ে বাকি টাকা নিজে আত্মসাৎ করতেন।
তিনি আরো বলেন, ‘এলাকার একটি মসজিদের উন্নয়নের জন্য দেড় লক্ষ টাকা পাঠালে তিনি তা আত্নসাৎ করেন। এছাড়াও ২০২৪ সালে ফেনী ও নোয়াখালীর বন্যার্ত মানুষের জন্য ৪ লক্ষ টাকা ও রোহিঙ্গাদের জন্য ২ লক্ষ টাকা অনুদান পাঠালে তিনি তাও ভক্ষণ করেন। আমার বাড়ির পানি, বিদ্যুৎ, গ্যাসের বিল ও ভূমি উন্নয়ন কর নথিতে নিজের নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেন সাহাব উদ্দিন।’
ভুক্তভোগী আবদুর রব বলেন, বিবাদী আমার দেশাত্মবোধ ও অসহায় মানুষদের প্রতি আবেগের সুযোগ নিয়ে আমার কমপক্ষে ৪৫ লাখ টাকা আত্নসাৎ করেন। বর্তমানে আমাকে আমার বাড়ির মূল কাগজপত্র বুঝিয়ে না দিয়ে তার ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আমার কাছে চাঁদা দাবী করছে এবং আমার বাড়ি দখলের চেষ্টা করছে। তাই আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট তাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
জানতে চাইলে, সুধারাম মডেল থানা পুলিশ জানায়, প্রতারণার অভিযোগে সাহাব উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতারের পর আজ বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।