বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ২৩:০৬, ২৯ জুলাই ২০২৫

শান্ত-মনির জুটির নতুন উপহার: নিঃসঙ্গতার গল্প ‘নিশ্চুপ রাতে’

শান্ত-মনির জুটির নতুন উপহার: নিঃসঙ্গতার গল্প ‘নিশ্চুপ রাতে’
সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছরের বিরতির পর আবারও শ্রোতাদের হৃদয় জয় করতে ফিরেছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী মনির হোসেন। সম্প্রতি রিলিজ পেয়েছে তার নতুন গান ‘নিশ্চুপ রাতে’, যা ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অবসকিউর ব্যান্ডের লিড গিটারিস্ট শান্ত রহমান। এক নিঃসঙ্গ, স্মৃতিময় রাত্রির গল্প বলেছে এই গানটি। একাকীত্ব, হারানো ভালোবাসা এবং মনের গভীর অনুভূতির টানাপোড়েন উঠে এসেছে গানের কথায়।

 

গানটির বিষয়ে কথা বলতে গিয়ে গায়ক মনির হোসেন বলেন, "গানটিতে ১৯৯০-এর দশকের ধাঁচ এবং ফিল আনার চেষ্টা করেছি। পুরোনো দিনের সেই রক-বলাড ঘরানার আবহ তৈরি করতে চেয়েছি। আমার বিশ্বাস, গানটি শুনলে শ্রোতারা নিজেদের জীবনের অনেক পুরোনো স্মৃতিতে ফিরে যাবেন।"

 

তিনি আরও যোগ করেন, "এই গানটি একাকীত্ব, স্মৃতি, ও হারানো প্রিয়জনের প্রতি মনের আকর্ষণকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কেউ নিশ্চুপ রাতে একা হাঁটছেন, হঠাৎ থেমে ভাবছেন কেউ আসছে—কিন্তু বাস্তবে কেউ নেই। এটি একধরনের মানসিক বিভ্রম, যা ভালোবাসার অভাব ও অভ্যাসের ফলে তৈরি হয়।"

 

‘নিশ্চুপ রাতে’ গানটি বর্তমানে ইউটিউবে বুম মিউজিক চ্যানেলে শ্রোতারা শুনতে পাবেন।

গানের জগতে মনির হোসেন তার নিজেস্ব ব্যান্ড 'স্ট্রাইকিং' নিয়ে যাত্রা শুরু করেন। এরপর তিনি জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর গেস্ট লিড ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন। তাঁর কণ্ঠে বেশ কয়েকটি গান শ্রোতাদের মুগ্ধ করেছে। বর্তমানে তিনি নতুন ব্যান্ড ‘পৃথক’-এর সাথে নিয়মিত কাজ করছেন।

 

ব্যক্তিগত ধাঁচে গান করলেও তার প্রতিটি সৃষ্টিতেই পাওয়া যায় ব্যান্ড মিউজিকের গাঢ় ছোঁয়া ও আবেগ।

সম্পর্কিত বিষয়: