শনিবার ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

জামালপুর প্রতিনিধি :

প্রকাশিত: ০৯:৪৪, ১৫ আগস্ট ২০২৫

ছাত্রদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, পদ স্থগিত"

ছাত্রদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, পদ স্থগিত
সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তার পদ স্থগিত করেছে জামালপুর জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল।
পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা শাকিল জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী ও মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদল (মাদারগঞ্জ) এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল এর পদ স্থগিত করা হইলো এবং তার সাথে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হইলো।”
জানা গেছে, গত ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজে কামরুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান শাকিলকে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের কমিটি দেয় জেলা ছাত্রদল। কমিটির এক মাস পরেই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিল ও তার সহযোগীদের গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকেই ফেসবুকের বিভিন্ন প্রোফাইল ও পেইজে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, কলেজ ছাত্রদলের নেতা শাকিল কয়েক জনকে সঙ্গে নিয়ে বোতলের মধ্যে পাইপ লাগিয়ে বিশেষ প্রক্রিয়ায় গাঁজা সেবন করছেন। তার পাশে আরও ৩ জনকে দেখা যায়। গাঁজা সেবনের ছবি ভাইরালের পর থেকে জেলা জুড়ে সমালোচনার শুরু হয়েছে।
টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
জামালপুর টেক্সটাইল ইন্সটিাটিউটের অধ্যক্ষ একেএম মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, কলেজের ছাত্রদলের সাধারন সম্পাদকের বিষয়টি শুনেছি। আমি বুয়েটে একটি ট্রেনিংয়ে আছি, আগামী সোমবার ফিরে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এবিষয়ে কথা বলবো।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার পদ স্থগিত করা হয়েছে। তার মাদক সেবনের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ফেসবুকে একটি ছবি দেখেছি। শুনেছি ওই ছাত্রদল নেতার পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল। এখানো কোন লিখিত অভিযোগ পাইনি।