সিলেটে যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ জন

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে যাত্রী ছাউনি ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় স্থানীয় পাপড়ি রেস্টুরেন্টসহ ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সঙ্গে পাপড়ি রেস্টুরেন্টের মালিক ও লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনের আগে থেকেই বিরোধ ছিল। মসজিদের সামনে ড্রেন নির্মাণকাজ চলাকালে যাত্রী ছাউনি ভাঙা নিয়ে জুবায়ের আহমদ লিটন ও আমিনুর রহমান সিফতা চৌধুরীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রুপ নেয়।
সংঘর্ষে জুবায়ের আহমদের পক্ষের আহতদের মধ্যে রয়েছেন তিনি নিজে, ছোট ভাই মিন্টু, সোয়েব, রাসেল ও রেস্টুরেন্টের দুই নারী কর্মচারীসহ অনেকে। সিফতা চৌধুরীর পক্ষের আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।