শনিবার ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

রাজবাড়ী প্রতিনিধি :

প্রকাশিত: ০৯:৪৯, ১৫ আগস্ট ২০২৫

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। এর আগে বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজারের মোহন শেখের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আতিয়ার রহমান (৩৯), রমজান মাতুব্বর পাড়া পশ্চিম উজানচরের মৃত আব্দুল খালেকের ছেলে ও গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক (৫৭), দৌলতদিয়া ইউপির শৈদালপাড়ার কুদ্দুস সরদারের ছেলে ও দৌলতদিয়াও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী এরশাদ সরদার (৩৪)।


গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে তদন্তে সন্দিগ্ধ আসামি মো. আতিয়ার রহমানকে বুধবার রাত পৌনে ১টার সময় দৌলতদিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আব্দুর রাজ্জাককে রাত পৌনে ২টার সময় তার নিজ বাড়ি থেকে এবং এরশাদ সরদারকে রাত আড়াইটায় পতিতাপল্লীর ১নং গলি থেকে গ্রেপ্তার করে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। 


গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সম্পর্কিত বিষয়: