শনিবার ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশিত: ২৩:০৯, ১৪ আগস্ট ২০২৫

শ্রীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা
সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ক্ষণিকা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ।

 প্রধান আলোচনা হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মাহমুদ হাসান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক। 

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়াঁ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, উপজেলা জামায়াতের আমির মো. নূরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সম্পর্কিত বিষয়: