সোমবার ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ২০ অক্টোবর ২০২৫

ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ নতুন দামে বিক্রি হবে স্বর্ণ
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের বাজার। ইতিহাসের সব রেকর্ড ভেঙে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রবিবার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ১,০৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। সোমবার (২০ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):

 ক্যারেট          | নতুন দাম (টাকা) 
২২ ক্যারেট   | ২,১৭,৩৮২     
২১ ক্যারেট   | ২,০৭,৫০৩        
১৮ ক্যারেট   | ১,৭৭,৮৫৩     
সনাতন পদ্ধতি | ১,৪৮,০৭৫      

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে (১৪ অক্টোবর) দাম বৃদ্ধি:

সর্বশেষ ১৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ২,৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

তখন ২১ ক্যারেটের দাম ছিল ২,০৬,৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১,৭৭,০০১ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১,৪৭,৩৫১ টাকা। দাম কার্যকর হয়েছিল ১৫ অক্টোবর থেকে।

দাম সমন্বয়ের পরিসংখ্যান:

চলতি বছরে: মোট ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয়

  •   দাম বাড়ানো হয়েছে ৪৮ বার
  •   দাম কমেছে ১৮ বার

২০২৪ সালে: মোট ৬২ বার সমন্বয়

  •  দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার
  •  কমানো হয়েছিল ২৭ বার

রুপার দাম অপরিবর্তিত:

স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ অবস্থায় আছে।

ক্যারেট          | প্রতি ভরির দাম (টাকা)
২২ ক্যারেট   | ৬,২০৫                 
২১ ক্যারেট   | ৫,৯১৪               
১৮ ক্যারেট   | ৫,০৭৪                 
সনাতন পদ্ধতি | ৩,৮০২               
 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: