৩৪৫ প্রতিষ্ঠানে সবাই পাস

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। এবারের পরীক্ষায় অংশ নেয় মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী।
ফলাফলে দেখা গেছে, ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।