বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ১৬ অক্টোবর ২০২৫

সবার উপস্থিতিতে সিলগালা করা হলো রাকসুর ব্যালট বাক্স

সবার উপস্থিতিতে সিলগালা করা হলো রাকসুর ব্যালট বাক্স
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এখন নির্বাচনী উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশনের সদস্য ও কর্মকর্তারা—সবকিছু চলছে উৎসবমুখর অথচ সতর্ক পরিবেশে।

সকালের প্রথমেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও হলের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় স্বচ্ছ ব্যালট বাক্স। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে প্রিজাইডিং অফিসাররা উপস্থিত শিক্ষার্থী, প্রার্থী প্রতিনিধি, নির্বাচন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যালট বাক্সগুলো খালি দেখিয়ে তালাবদ্ধ ও সিলগালা করেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু রাখতেই সবার উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা ও সিলমোহর করার কাজ সম্পন্ন করা হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব গ্রহণ করেন। সকাল থেকেই কমিশনের সদস্যরা ব্যস্ত ছিলেন সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ড ও যানবাহনের পাস বিতরণে, এরপর মনোনিবেশ করেন ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতিতে।

এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে নির্বাচনী আবহ—ব্যানার-পোস্টারে সাজানো ক্যাম্পাস, প্রার্থীদের শ্লোগানে মুখর পরিবেশ এবং প্রশাসনের কঠোর নজরদারিতে চলছে ভোটের আগমুহূর্তের শেষ প্রস্তুতি। এক নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।

জনপ্রিয়