রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জবি প্রতিনিধি :

প্রকাশিত: ২০:৪৬, ৩ মে ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট চ্যাম্পিয়ন দলকে সংবর্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট চ্যাম্পিয়ন দলকে সংবর্ধন
সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪ সালের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। 

শনিবার (৩ মে) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের পুরস্কৃত করা হয় এবং তাদের ক্রীড়া দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, বরং এক্সট্রা কারিকুলার বিভিন্ন কর্মকাণ্ডে নিয়মিত সাফল্য দেখিয়ে যাচ্ছে। এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দায়িত্ববান, নৈতিকতা-সম্পন্ন এবং যেকোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে।”

তিনি আরও বলেন, “সমাজে ধর্মীয় বিভ্রান্তি দূর করতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে সমাজে সঠিক দিকনির্দেশনা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু ক্রিকেট নয়, ফুটবল, বিতর্ক ও ইনডোর গেমসসহ বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। সামাজিক সচেতনতা কার্যক্রম, যেমন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তারা অগ্রণী ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি জানান তিনি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, “খেলাধুলা মানসিক ও শারীরিক সুস্থতায় সহায়ক। বিশ্ববিদ্যালয় সীমিত সম্পদের মধ্যেও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা করে আসছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া জরুরি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নাজমুল হাসান ও ইনডোর গেমসে বিজয়ী শিক্ষার্থী তামান্না সুলতানা তাঁদের অনুভূতি প্রকাশ করে বিভাগের শিক্ষকবৃন্দকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে খেলোয়াড়দের ব্লেজার পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: