রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:০১, ৩ মে ২০২৫

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক পেলেন জুয়েল রানা

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক পেলেন জুয়েল রানা
জুয়েল রানা

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক পেলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

একই দিনে বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬১ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়েছে। মোট চার ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হয়। এগুলো হলো বিপিএম-সাহসিকতা, বিপিএম-সেবা, পিপিএম-সাহসিকতা ও পিপিএম-সেবা।

মো. জুয়েল রানা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদপুর জোনে যোগদানের পর থেকেই মোহাম্মদপুর জোনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

মোহাম্মদপুর জোনের কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই জনকল্যাণমুখী পুলিশিং সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত বিষয়: