বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জবি প্রতিনিধি :

প্রকাশিত: ২০:২৯, ২ জুলাই ২০২৫

‘মধ্যপ্রাচ্য সঙ্কটের

আন্তর্জাতিক রাজনীতি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

আন্তর্জাতিক রাজনীতি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)-এর আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২ জুলাই) সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ‘মধ্যপ্রাচ্য সঙ্কটের আন্তর্জাতিক রাজনীতি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক ও যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।

 

তিনি তাঁর মূল বক্তব্যে বিশ্ব তাত্ত্বিক ব্যবস্থার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের বিশ্লেষণ উপস্থাপন করেন।

তিনি তাঁর আলোচনায় উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা কেবল একটি আঞ্চলিক ইস্যু নয়; বরং এটি বৈশ্বিক শক্তি কাঠামোকেও ব্যাপকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব আন্তর্জাতিক জিওপলিটিকাল উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং এর প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরও পড়ছে। তিনি আরও বলেন, এ ধরনের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ সৃষ্টি করছে, বিশেষত জ্বালানি নিরাপত্তা এবং প্রবাসী আয়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশকে কৌশলগত ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বৈশ্বিক শক্তি পুনর্বিন্যাসের এই সময়কে মোকাবিলা করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রভাব প্রতিযোগিতা এই সংকটকে আরও জটিল করে তুলতে পারে, যা বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করবে।

 

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান বিশ্ব নেতৃত্বের জন্য তিনটি অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করেন: সামরিক শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্ঞানভিত্তিক সমাজ। তিনি বলেন, একটি জাতির নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও কৌশল আবশ্যক; টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রভাবের জন্য প্রয়োজন একটি মজবুত অর্থনীতি; আর জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি একটি জাতিকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে রাখে।

এছাড়া রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রাসঙ্গিক মতামত উপস্থাপন করেন।

 

সেমিনারে সভাপতিত্ব করেন আইআরডিসি’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলার হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইআরডিসি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

সম্পর্কিত বিষয়: