ওআইসির মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (২ জুলাই) জেদ্দায় ওআইসির সচিবালয়ে মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় স্থায়ী প্রতিনিধির অফিস।
স্থায়ী প্রতিনিধির অফিস জানায়, স্থায়ী প্রতিনিধি তুরস্কের ইস্তাম্বুলে ২১-২২ জুন অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ওআইসি মহাসচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিএফএম-এ রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা এবং ফলের নথিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থায়ী প্রতিনিধি ওআইসির দশ বছরের কর্মসূচিতে (টিওয়াইপিওএ) রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্তির তাৎপর্যের উপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়ার জন্য গাম্বিয়াকে নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য মহাসচিবের প্রতি অনুরোধ জানান।