বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ৩ সেপ্টেম্বর ২০২৫

অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা

অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা
সংগৃহীত

সোনা পাচার মামলায় কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

গত ৩ মার্চ দুবাই থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ১৪.২ কেজি সোনা আনার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হন তিনি। এই ঘটনায় আরও তিনজন—ব্যবসায়ী তরুণ কোন্ডারাজু, গয়না ব্যবসায়ী সাহিল সাখারিয়া জৈন ও ভরত কুমার জৈনকেও আটক করা হয়েছে। বর্তমানে সবাই পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে হেফাজতে রয়েছেন।

ডিআরআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সোনার বাজারমূল্য ও শুল্ক যোগ করে জরিমানার অঙ্ক নির্ধারণ করা হয়েছে। মামলাটি কেবল একজন অভিনেত্রীর সংশ্লিষ্টতার কারণে নয়, বরং হাওয়ালা অপারেটর ও আন্তঃসীমান্ত আর্থিক নেটওয়ার্কের যোগসূত্রের কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে সিওএফইপিওএসএর অধীনে দোষী সাব্যস্ত হলে ভারী আর্থিক জরিমানা ছাড়াও বর্ধিত কারাদণ্ড সহ গুরুতর পরিণতি রয়েছে।