শনিবার ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৭, ২২ আগস্ট ২০২৫

‘উত্তরণ’ নাটকের ৩৪তম প্রদর্শনী শনিবার

‘উত্তরণ’ নাটকের ৩৪তম প্রদর্শনী শনিবার
‘উত্তরণ’ নাটকের অংশ

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা অপূর্ব কুমার কুণ্ডু রচিত নাটক ‘উত্তরণ’-এর ৩৪তম প্রদর্শনী হবে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

 

নির্দেশনার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভাশীষ দত্ত তন্ময়। কাহিনিতে উঠে এসেছে পথভ্রষ্ট জীবনের অন্ধকার থেকে আলোয় ফেরার সংগ্রামের গল্প।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, “উত্তরণ মানুষকে নব প্রভাতের আলোয় ফেরার বার্তা দেয়।”

নাটকের বিভিন্ন পর্বে মঞ্চ নির্মাণে ছিলেন ফজলে রাব্বি সুকর্ণ, আলোয় পলাশ হেনড্রী সেন, মিউজিক ও পোস্টারে হামিদুর রহমান পাপ্পু। অভিনয়ে আছেন শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, রাজীব দেব অমিত, সুধাংশু নাথ, মোস্তফা কামাল মুরাদসহ আরও অনেকে।

সম্পর্কিত বিষয়: