বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৫

আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড করতো: রাজ রিপা

আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড করতো: রাজ রিপা
সংগৃহীত

বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাজ রিপা। দীর্ঘ সাত বছর ধরে অভিনয় জগতে কাজ করছেন তিনি। তবে হঠাৎ করেই সেই যাত্রা থামানোর ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে রিপা জানান, বারবার প্রতারিত হতে হতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিশেষ করে ‘মুক্তি’ সিনেমা ঘিরে চার বছরের পরিশ্রম ও মানসিক যন্ত্রণায় তিনি পুরোপুরি হতাশ।

নিজের পোস্টে তিনি লিখেছেন, “খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব। এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ, কারও সঙ্গে বেইমানি করিনি, কাউকে ঠকাইনি, শুধু নিজেই ঠকেছি।”

পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগও আনেন রাজ রিপা। অভিনেত্রী বলেন,“কারও কাছে এক টাকা দেনা নাই। কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন, নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন। চার বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যন্ত্রণা পেয়েছি। টাকা ও সময়ের কারণে আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না।”

অভিনেত্রী আরও লিখেছেন, “বারবার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি। কিন্তু আর কত? এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন্য স্পন্সর আনার মানসিক চাপ নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, শিল্পীর না। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে তিনি শুধু নিজের আখের গুছিয়ে নিলেন। আমার জন্য কিছুই করলেন না। তবুও আট বছরে তাঁর একমাত্র কাজ এই ‘মুক্তি’। শেষ কাজ ছিল একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট, সেটাও আমি এনে দিয়েছিলাম।”

রিপা জানান, কঠিন সময়ে পাশে দাঁড়িয়েও তিনি প্রতারিত হয়েছেন। “দুঃখ শুধু একটাই, তাঁর খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছি, আর তিনি আমার সুন্দর সময়গুলো নষ্ট করে দিলেন। তাঁর অসুস্থতার বাহানায় সব কাজ আটকে আছে। আমিও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা রিলিজ দিয়েছিলাম বলে মনকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু এইবার সিনেমা করার শখ সত্যিই মিটে গেছে। পরিচালকে রেগে কিছু বলতে গেলে উল্টো হুমকি দেন—সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেলবেন।”

সবশেষে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে রাজ রিপা লিখেছেন, “কি করবো? কার কাছে বিচার চাইব? মরতে তো হবেই, বিচার আল্লাহ করবেন তাই না? ভাগ্যিস কিছু কাজ করে নিজের শখগুলো পূরণ করেছিলাম। কিন্তু আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত্যিই চলে যাব। পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন্য না। নিজের সাথে নিজের স্বপ্নকেও মাটি চাপা দিলাম। আমার মতো অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে।”

সম্পর্কিত বিষয়: