বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফেসবুকের নতুন আপডেট: ফলোয়ার ও আয়ের সুযোগ বাড়ানোর ৪ শর্ত

ফেসবুকের নতুন আপডেট: ফলোয়ার ও আয়ের সুযোগ বাড়ানোর ৪ শর্ত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নতুন এক বড় আপডেট এনেছে। এই আপডেটের ফলে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে ফেসবুক নিজেই। তবে এজন্য মানতে হবে চারটি নির্দিষ্ট শর্ত।

বিশেষজ্ঞরা বলছেন, এই চার শর্ত মেনে চললে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগ তৈরি হবে।

চারটি শর্ত কী?

১. মৌলিক কনটেন্ট তৈরি করুন :
অন্যের কনটেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কনটেন্ট প্রকাশ করতে হবে। ভিডিও, ব্লগ কিংবা যেকোনো কনটেন্টেই মৌলিকতা বজায় রাখা জরুরি।

২. শেয়ারযোগ্য কনটেন্ট বানান :
এমন কনটেন্ট তৈরি করতে হবে যা দর্শক স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয়। মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট এ ক্ষেত্রে কার্যকর।

৩. ফেসবুকের নীতিমালা মেনে চলুন :
নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারানোর ঝুঁকি থাকবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে। তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট এড়িয়ে চলতে হবে।

৪. রিলস ভিডিও তৈরি করুন (বোনাস শর্ত) :
ফেসবুকের মতে, ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয়। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি অত্যন্ত কার্যকর।
লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়।

বিশেষজ্ঞ মতামত

ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা মনে করেন, “ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেমচেঞ্জার হতে পারে। যারা নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করবেন, বিশেষ করে রিলসের ওপর গুরুত্ব দেবেন, তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।”

সব মিলিয়ে, নিয়মিতভাবে এই চার শর্ত মানলে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই নতুন দর্শক, ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারেন।

জনপ্রিয়