বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রযুক্তিগত উৎকর্ষে বুয়েট-স্বীকৃত অপো এ৬ প্রো

প্রযুক্তিগত উৎকর্ষে বুয়েট-স্বীকৃত অপো এ৬ প্রো
ছবি: সংগৃহীত

তাপ নিঃসরণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে অপোর আসন্ন স্মার্টফোন এ৬ প্রো। অপো বাংলাদেশ জানিয়েছে, এই অর্জন প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত উৎকর্ষতা ও উদ্ভাবনী প্রতিশ্রুতিকে আরও একবার প্রমাণ করলো।

বুয়েটের পরীক্ষায় দেখা গেছে, এ৬ প্রো’র কুলিং সিস্টেম পূর্বসূরির তুলনায় আরও উন্নত। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ৪,৩০০ বর্গ মিলিমিটার ভিসি ভেপর চেম্বার এবং এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার, যা তাপ নিঃসরণের এলাকা ২০% পর্যন্ত বৃদ্ধি করে। ফলে ভারী ব্যবহারের সময়ও ফোনটির তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। এর ফলে ব্যবহারকারীরা গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় দীর্ঘক্ষণ স্মুথ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

নেটওয়ার্ক পারফরম্যান্সেও ডিভাইসটি অনন্য। এতে রয়েছে এআই ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন, যা ভিড়যুক্ত এলাকা, দুর্বল সিগনালযুক্ত বেসমেন্ট, সাবওয়ে কিংবা হাই-স্পিড রেলের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে। এছাড়া সিমেট্রিক্যাল লো-ফ্রিকোয়েন্সি গেইন অ্যান্টেনা এবং গেমারদের জন্য বিশেষ এআই গেম অ্যান্টেনা টেকনোলজি ও এআই গেম ব্যাটল অ্যাক্সিলারেশন সিস্টেম দুর্বল নেটওয়ার্কেও ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা প্রদান করে।

ব্যাটারি স্থায়িত্ব এ৬ প্রো’র আরেকটি বড় বৈশিষ্ট্য। এতে রয়েছে বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে একবার চার্জে প্রায় তিনদিন চলতে সক্ষম। ফোনটিতে যুক্ত করা হয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, যা দ্রুত চার্জিং নিশ্চিত করে। বুয়েট পরীক্ষায় নিশ্চিত করেছে, এ৬ প্রো’র ব্যাটারি পাঁচ বছরেরও বেশি সময় ধরে উচ্চক্ষমতা ধরে রাখতে সক্ষম। ফলে বারবার ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন হবে না, ব্যবহারকারীরা সাশ্রয়ী সমাধান পাবেন।

ডিভাইসটিতে আরও রয়েছে রিভার্স চার্জিং ফিচার, যার মাধ্যমে এটি পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই ছোট ইলেকট্রনিক্স কিংবা অন্য স্মার্টফোন চার্জ করতে পারবেন।

বুয়েটের অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, “আমাদের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ব্যাটারি স্থায়িত্ব—এই তিনটি ক্ষেত্রেই এ৬ প্রো শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। বাস্তব জীবনের পরিস্থিতিতেও এটি দারুণ নির্ভরযোগ্য।”

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বুয়েটের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি আমাদের উদ্ভাবনী যাত্রার প্রতিফলন। এ৬ প্রো কেবল আকর্ষণীয় ডিজাইনই নয়, বরং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়।”

সব মিলিয়ে, বুয়েটের স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের বাজারে অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই স্মার্টফোন হিসেবে জায়গা করে নিল অপো এ৬ প্রো। উন্নত কুলিং সিস্টেম, শক্তিশালী নেটওয়ার্ক সংযোগ, আলট্রা-ডিউরেবল ব্যাটারি এবং রিভার্স চার্জিং সুবিধা—সবকিছু মিলিয়ে এটি ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে আরও স্বাচ্ছন্দ্য ও শক্তিশালী অভিজ্ঞতা এনে দেবে।

সর্বশেষ

জনপ্রিয়