বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জিটি ৩০ ৫জি উন্মোচন করলো ইনফিনিক্স

জিটি ৩০ ৫জি উন্মোচন করলো ইনফিনিক্স
ছবি: সংগৃহীত

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন মডেল জিটি ৩০ উন্মোচন করেছে। মূলত পারফরম্যান্স-ভিত্তিক ব্যবহারকারী ও মোবাইল গেমারদের জন্য তৈরি এ ফোনটি ফ্ল্যাগশিপ মানের অভিজ্ঞতা দেবে সাশ্রয়ী মূল্যে।

গেমারদের জন্য বিশেষ সুবিধা

বাংলাদেশে ইস্পোর্টস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তরুণ গেমারদের চাহিদা অনুযায়ী ইনফিনিক্সের এই ফোনে রয়েছে ডুয়াল ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগার। কনসোল কন্ট্রোলারের মতো নির্ভুল অভিজ্ঞতা দেওয়া এই ট্রিগারগুলো কাস্টমাইজযোগ্য ম্যাপিং এবং মিলিসেকেন্ড লেভেলের প্রতিক্রিয়ার মাধ্যমে গেমারদের বাড়তি প্রতিযোগিতামূলক সুবিধা দেয়।

শক্তিশালী প্রসেসর ও কুলিং সিস্টেম

ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি চিপসেট, যা স্থিতিশীল ও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া রয়েছে এআই ফ্রেম রিসকিউ প্রযুক্তি এবং ৩ডিভিসিসি কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় গেম খেলতেও ডিভাইসকে ঠান্ডা ও কার্যকর রাখে।

চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা

ইনফিনিক্স জিটি ৩০-এ রয়েছে ১.৫কে এ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিট উজ্জ্বলতা। এর ফলে ছবি আরও তীক্ষ্ণ, রঙ প্রাণবন্ত এবং স্ক্রলিং ও গেমপ্লে আরও মসৃণ হয়।

এআই স্যুট ও বহুমুখী ব্যবহার

ফোনটিতে রয়েছে ২৫টির বেশি এআই-চালিত ফিচার, যা শেখা, কাজের দক্ষতা, সৃজনশীলতা ও যোগাযোগে সহায়তা করে। ফলে এটি শুধু গেমিং-এ নয়, দৈনন্দিন ব্যবহারের জন্যও সমান উপযোগী।

নকশা ও রঙ

স্টাইলিশ ডিজাইনের কারণে জিটি ৩০ তরুণদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। ফোনটি পাওয়া যাচ্ছে চারটি রঙে—

  • শ্যাডো অ্যাশ
  • ব্লেড হোয়াইট
  • সাইবার ব্লু
  • পালস গ্রিন

দাম ও প্রাপ্যতা

বাংলাদেশে ইনফিনিক্স জিটি ৩০ এর দাম নির্ধারণ করা হয়েছে ৩০,৯৯৯ টাকা। দেশের সব অনুমোদিত রিটেইল শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনটি এখন পাওয়া যাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়