শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার রক্ষায় তার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে। খবর—ইউরো নিউজ।
নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে এক ঘোষণায় জানায়, “ভেনেজুয়েলায় গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ের লাতিন আমেরিকায় বেসামরিক সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন।”
কমিটি আরও জানিয়েছে, “তিনি এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর ঘটানোর সংগ্রামের জন্য।”
এ বছর শান্তিতে নোবেলের জন্য মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত পুরস্কারটি গিয়েছে ৫৮ বছর বয়সী এই নারী নেত্রীর হাতে।
আগামী ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।