বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:০২, ৭ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ বাইডেনের

ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ বাইডেনের
সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) অভিনন্দন জানাতে ট্রাম্পকে ফোন দেন বাইডেন। 

প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেন, “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পকে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া দেশের সবাইকে এক রাখতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।”

এছাড়া পরাজিত প্রার্থী কমালা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন প্রেসিডেন্ট। বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, “ঐতিহাসিক ক্যাম্পেইনের জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট।”

আগামী বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাইডেন ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কমালা হ্যারিসও। এরমাধ্যমে ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থী।

কমালার নির্বাচনী ক্যাম্পেইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পকে কমালা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এছাড়া তাকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করেছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেনে কমালা। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয়ের ঘোষণা দেবেন তিনি।

জনপ্রিয়