ভারতীয় বিমান সংস্থাগুলির ফ্লাইট বাতিল ও দিক পরিবর্তন

উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা পরিবর্তনের ফলে একাধিক ভারতীয় বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল বা দিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি সূত্রে জানা গেছে, কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলে এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
স্পাইসজেট জানিয়েছে, ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরসহ উত্তর ভারতের বিভিন্ন বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। এ কারণে উল্লিখিত স্থানগুলির ফ্লাইটসমূহের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
অন্যদিকে, ইন্ডিগো এয়ারলাইন্স এক্স (পূর্বে টুইটার) এ এক পোস্টে জানায়, আকাশসীমার পরিবর্তনের ফলে তারা শ্রীনগর, লেহ, জম্মু ও অমৃতসরসহ একাধিক শহরের ফ্লাইটের সিডিউল পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে, স্থানীয় সময় দুপুর পর্যন্ত তারা জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটে সমস্ত ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি, পাঞ্জাব রাজ্যের অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট দিল্লি বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
এই পরিস্থিতিতে যাত্রীদেরকে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট বা কাস্টমার সার্ভিসের মাধ্যমে সর্বশেষ তথ্য জানতে অনুরোধ করা হচ্ছে।