বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:০৫, ৭ মে ২০২৫

মার্কিন শুল্ক হুমকিতে বিপদে বাংলাদেশের পোশাক খাত

মার্কিন শুল্ক হুমকিতে বিপদে বাংলাদেশের পোশাক খাত
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্কনীতির কারণে আবারও বড় ধরনের সঙ্কটে পড়তে চলেছে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত—তৈরি পোশাক শিল্প। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বাংলাদেশের লাখো পোশাক শ্রমিককে চরম অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।

 

বলা হচ্ছে, বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে ওই শুল্ক স্থগিত রাখলেও তা পুনরায় কার্যকর হওয়ার শঙ্কা রয়ে গেছে। এতে সরাসরি প্রভাব পড়বে পোশাক কারখানাগুলোর ক্রয়াদেশ ও শ্রমিকদের আয়ের ওপর।

 

২৫ বছর বয়সী মুর্শিদা আখতার নামের এক শ্রমিকের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তিনি ঢাকার সাভারের একটি কারখানায় কাজ করছেন। তার মতো প্রায় ৪০ লাখ শ্রমিক এ খাতের সঙ্গে যুক্ত, যাদের উপার্জনের ওপর আরও কয়েকগুণ মানুষ নির্ভরশীল।

 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ৮৫ শতাংশ অংশীদারিত্ব থাকায় এই শুল্ক হুমকি অর্থনীতির জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “দীর্ঘদিনের প্রবৃদ্ধির পর যখন অর্থনীতি শ্লথ, তখনই এই শুল্ক হুমকি এসেছে।”

 

এদিকে, রাজনৈতিক পরিবর্তনে পশ্চিমা দুনিয়ার আশাবাদ থাকলেও, প্রতিবেশী ভারত এতে হতাশা প্রকাশ করেছে। অন্যদিকে, আইএমএফের শর্তে ভর্তুকি কমানো এবং জ্বালানির দাম বৃদ্ধির চাপে সাধারণ জনগণও চাপে রয়েছে।

 

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতিতে আগামী দুই বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। এমন এক সময়েই যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি যেন দেশের অর্থনীতির জন্য বাড়তি এক ঘূর্ণিঝড়।

সম্পর্কিত বিষয়: