সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:০৬, ৫ মে ২০২৫

আইনজীবী আলিফ হত্যায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

আইনজীবী আলিফ হত্যায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ
সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

 

সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী শুনানিতে অংশ নেন।

তিনি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী সাইফুল  ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আজ আদালত এ আবেদন মঞ্জুর করেন।’

 

তিনি আরও বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে আদালতে হাজির করা হয়নি। কিন্তু ভার্চুয়াল শুনানিতে তাকে জেলখানা থেকে সংযুক্ত করা হয়। আদালত শুনানি শেষে আসামিকে সনাক্ত করতে বিভিন্ন প্রশ্ন করেন এবং কোতোয়ালি থানার মামলা নং ৪৬ (১১) ২৪ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অবগত করেন।’

 

এর আগে গত ২৬ নভেম্বর থেকে আসামি চিন্ময় কৃষ্ণ দাস কোতোয়ালি থানার রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন।

 

এর আগে গতকাল রবিবার আলিফ হত্যা মামলা, পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ মোট চারটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

 

আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানিতে উপস্থিত হয়ে বলেন, ‘আসামি চিন্ময় কৃষ্ণ দাস মামলার ঘটনায় জড়িত রয়েছেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামিকে গ্রেপ্তারের পূর্বে চট্টগ্রামে এবং খুলনায় ইসকনপন্থিদের নিয়ে আসামি মহাসমাবেশ করেন। মহাসমাবেশে ইসকনপন্থিদের উদ্দেশ্যে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। তার বক্তব্যের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। আসামিকে জেলে নেওয়ার উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলার সময় আসামির বিরুদ্ধে আদালতে যেসব অ্যাডভোকেট সাবমিশন করেছেন তাদেরকে দেখে নেওয়ার নির্দেশনা দেন তিনি। প্রিজনভ্যানে তোলার সময় আসামি তার অনুসারীদের উত্তেজিত করে অপকর্ম, ভাঙচুর, হত্যা, পুলিশের প্রতি আক্রমণ, অ্যাডভোকেট ও তার বিপক্ষের লোকজনের ওপর আক্রমণ করার উসকানি দেন। তার উসকানিতে তার অনুসারীরা পুলিশের কর্মকাণ্ডে বাধা দিয়ে আক্রমণ করেন এবং পুলিশকে আহত করেন। পাশাপাশি মসজিদের গ্লাস, বিচারক ও বিচারপ্রার্থীদের গাড়ি ভাঙচুর করেন। সাধারণ লোকজনকে আক্রমণ করে আহত করে ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেন। এই আসামি হত্যা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।’

 

রবিবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আধাবেলার পর স্থগিত রাখায় রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি।

 

এর আগে, গত ৩০ এপ্রিল দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন এবং জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। তবে হাইকোর্টের এই আদেশের কয়েক ঘণ্টা পরই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করে। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। পরে আবার আদেশ প্রত্যাহার করে নেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য ৪ মে দিন ধার্য করেছিলেন।

সম্পর্কিত বিষয়: