সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২১:২১, ৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়
সংগৃহীত

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল শ‌নিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস, আলজিয়ার্স পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ফোরামের সদস্যবৃন্দ আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানি সুযোগ বৃদ্ধিসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে প্রতিনিধিদল বাংলাদেশের বাজারে আলজেরিয়ার পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানিপণ্য বৃদ্ধির নানা দিক সম্পর্কে আলাপ করেন। আলোচনায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের জন্য বিভিন্ন কার্যক্রমের প্রস্তাব করা হয়। 

এ ছাড়া, কৃষি ও কৃষি-শিল্প, তৈরী পোষাক, জ্বালানী, জাহাজ নির্মাণ শিল্প, ফল রপ্তানি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রপ্তানী, সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা আগামী দিনগুলোতে দুদেশের মধ্যে নতুন ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।