মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধে তীব্র যানজট

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের প্রধান সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সড়কের দুইপাশে বাস দাঁড় করিয়ে দেন তারা। এতে মহাখালী-ফার্মগেটসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
উত্তরা থেকে গুলিস্তান-সদরঘাটগামী অসংখ্য গণপরিবহন কাকলী মোড় ছাড়িয়ে আটকে পড়ে। ফলে ফার্মগেটগামী যানবাহন ফ্লাইওভারেও উঠতে পারেনি। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের পথে রওনা দিতে দেখা গেছে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলার জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা একতা পরিবহনের আরও ৭-৮টি বাস আটকালে শ্রমিকরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। বিষয়টি সমাধানে শ্রমিক নেতা, শিক্ষার্থী ও পুলিশের মধ্যে আলোচনা চলছে।
মোটরসাইকেল আরোহী শিমুল বলেন, সড়ক অবরোধের কারণে মানুষ জরুরি কাজেও চলাচল করতে পারছে না। এমনকি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সকেও যেতে দিচ্ছে না শ্রমিকরা। প্রধান সড়ক বন্ধ থাকায় গুলশান-বনানী এলাকার সড়কগুলোতেও তীব্র যানজট তৈরি হয়েছে।