উপদেষ্টার বহরে, উপদেষ্টা ছাড়া নেই কারো হেলমেট!

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের চারলেন উন্নয়ন কাজ পরিদর্শনে যান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান। পরিদর্শনের সময় তীব্র যানজটে আটকা পড়ায় বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শন স্থলে পৌঁছান তিনি।
জানাগেছে, মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল অংশে প্রায় ১২ কিলোমিটার সড়কে কাজ চলছে ধীরগতিতে, যা বড় ধরনের যানজট সৃষ্টি করেছে। রবিবার থেকে শুরু হওয়া খনন ও সংস্কার কাজের কারণে এক পাশে সড়ক বন্ধ থাকায় গাড়ি চলাচলে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে। এতে প্রায় ৪-৬ ঘণ্টা সময় লেগে যাচ্ছে মহাসড়কের ওই অংশ পাড়ি দিতে।
উপদেষ্টা ফওজুল কবির খান সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা দিলে বাহাদুরপুর এলাকায় তার গাড়ির বহর যানজটে আটকা পড়ে। তিন ঘণ্টা আটকে থাকার পর দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে পরিদর্শনস্থলে পৌঁছান তিনি।
এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) মোটরসাইকেলের চালকের হেলমেট না থাকার বিষয়টি নিয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছে। পুসাবের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, উপদেষ্টাকে বহনকারী মোটরসাইকেল চালকসহ হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টে অনেকেই মতামত দিয়েছেন। কেউ আইন অমান্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ আবার যানজটের বাস্তবতায় হেলমেট ব্যবহারের কঠোরতার প্রয়োজনে সংশয় প্রকাশ করেছেন।
বর্তমানে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক চারলেন করা হচ্ছে, তবে কাজের ধীরগতির কারণে যানবাহন চলাচলে বড় ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়ে যানজট কমানোর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।