তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি আজ (সোমবার) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় তথ্য উপদেষ্টা জানান, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো চাপ নেই, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন বা অন্য কোনো মাধ্যমে হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে।
রাষ্ট্রদূত রুডিগার লোটজ এই সাক্ষাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবিরও উপস্থিত ছিলেন।