বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

প্রকাশিত: ১৪:৫৫, ২২ অক্টোবর ২০২৫

অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি

অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারো কোন অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সিইসি এ কথা বলেন। 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-দের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

এ. এম. এম. নাসির উদ্দিন উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের একটি বার্তা দিতে চাই— কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে আইন অনুযায়ী, নিজের বিবেক ও দায়িত্ববোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন এবং তাতে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করা হবে। নির্বাচন কমিশনও কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। একইভাবে, আমরাও আপনাদের প্রতি কোনো অন্যায় নির্দেশ বা আদেশ প্রদান করব না। আপনারা নিশ্চিত থাকতে পারেন— নির্বাচন সম্পর্কিত বিদ্যমান আইন অনুযায়ীই আমাদের নির্দেশনা যাবে এবং আপনারাও সেই আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। আমাদের সম্মিলিত লক্ষ্য হলো— একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”

সিইসি বলেন, আমরা কামনা করি, আপনারা আইনসম্মতভাবে, নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে (প্রফেশনালি) কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই দেশের এই দুরবস্থার মূল কারণ হলো, আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকা। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য। সভ্য দুনিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমাদের এই কালচারটা কাল্টিভেট করতে হবে।’

সিইসি আরও বলেন, ‘আমরা চাই সর্বস্তরের মানুষ আইন মেনে চলবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করবে। যে গন্ডির মধ্যে আমার কাজ থাকবে সেখানেই আমি আইনকে বাস্তবায়ন করব। আমরা চাইবো আপনারা আইনদের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন।’

সিইসি আরো বলেন, নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন। সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে। সুতরাং নির্বাচনের সময়ও এই সমন্বয়টা খুবই জরুরি। আইন শৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সমন্বয় করতে হবে। জেলার যে ইলেকশন মনিটরিং সেল থাকবে ওটার সাথে সমন্বয়। এই সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি করতে হবে। এই দায়িত্বটা আপনাদেরকে কাঁধে নিতে হবে। যে কোন ক্রাইসিস হলে আপনারা চেষ্টা করবেন শুরুতেই যাতে এটার সমাধান করা যায়।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: