মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৪৯, ৫ মে ২০২৫

সন্ধ্যায় দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান ডিএনসিসির!

সন্ধ্যায় দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান ডিএনসিসির!
সংগৃহীত

আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশার বিস্তার রোধে নাগরিকদের সন্ধ্যা সময় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি মাগরিবের আধঘণ্টা আগে ও পরে বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ রাখা এবং বাসার ভেতরে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

সোমবার (৫ মে) নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত ডিএসসিসি পরিচালনা কমিটির ষষ্ঠ কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সভায় ২৫ সদস্যের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ফুলবাড়িয়া স্টপওভার বাস টার্মিনাল ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের ইজারায় কাঙ্ক্ষিত দর না পাওয়ায়, ‘সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা-২০১১’ অনুযায়ী নতুন দর পুনঃমূল্যায়নের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন পাঠানোর অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, কর্পোরেশন প্রশাসকের ঐচ্ছিক তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান অনুমোদনের পাশাপাশি, ব্যবসা শুরুর পাঁচটি সেবা একক আবেদনের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে বিডা’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক মো. শাহজাহান মিয়া সভার সমাপনী বক্তব্যে বলেন, “নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। কর্পোরেশন সভায় সেই লক্ষ্যেই সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত থাকবে।”

সম্পর্কিত বিষয়: