শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:১৯, ২ আগস্ট ২০২৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল লিথুয়ানিয়ার ফেলোশিপ পেলেন আনোয়ার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল লিথুয়ানিয়ার ফেলোশিপ পেলেন আনোয়ার
সংগৃহীত

বাংলাদেশ পোস্টের সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন সম্প্রতি সম্পন্ন করেছেন ট্রান্সপারেন্সি স্কুল ২০২৫ ফেলোশিপ, যা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল লিথুয়ানিয়া আয়োজিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতি বিরোধী এবং জবাবদিহিতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি। তিনি সম্পূর্ণ টিউশন ফি মওকুফ-সহ অংশগ্রহণের সুযোগ পান।

 

ইউরোপের অন্যতম মর্যাদাসম্পন্ন এই স্কুলে প্রতিবছর বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে সাংবাদিক, সিভিল সোসাইটি কর্মী, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই ফেলোশিপ অর্জন এবং সফল সমাপ্তি মোহাম্মদ আনোয়ার হোসেনের আন্তর্জাতিক অঙ্গনে একজন নৈতিক, উন্নয়নমুখী এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

 

এর আগেও জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। ২০২৪ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাকে ফেলোশিপ প্রদান করে, যেখানে তিনি দেশের স্থানীয় পর্যটন সম্ভাবনা, বিদেশি ভ্লগার-ইউটিউবার আকর্ষণ এবং হালাল পর্যটন উন্নয়নের উপর গুরুত্বারোপ করে প্রতিবেদন তৈরি করেন।

খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং ডিজিটাল সাংবাদিকতা নিয়ে তার কাজের পরিধি বিস্তৃত। তিনি ২০২৩ সালে থমসন রয়টার্স ফাউন্ডেশন ও ইফাদ (IFAD) আয়োজনে “খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নের জন্য অর্থায়ন” বিষয়ে এবং ২০২২ সালে “

 

দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন” বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

২০২৫ সালে তিনি AFP ও Google News Initiative-এর যৌথ উদ্যোগে "ডিজিটাল ইনভেস্টিগেশন টেক" বিষয়ে একটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। তার সামাজিক অবদান ও সাংবাদিকতায় উৎকর্ষের জন্য ২০২৪ সালে ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি থেকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার এবং অগ্রগামী মিডিয়া ভিশন থেকে হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড অর্জন করেন।

সাম্প্রতিক ফেলোশিপ সম্পর্কে আনোয়ার বলেন, "এই ফেলোশিপ আমার প্রতিষ্ঠানিক স্বচ্ছতা ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে গভীর উপলব্ধি এনে দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী পরিবর্তনের দূতদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অনন্য।"

 

আন্তর্জাতিক পর্যায়ে তার অংশগ্রহণের মধ্যে রয়েছে লন্ডনের ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট, নিউইয়র্কের ন্যাব শো (NAB Show), ২০২৩ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন, এবং ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংক-এর বার্ষিক সভা।

 

উন্নয়ন সাংবাদিকতা, জলবায়ু পরিবর্তন ও সুশাসনভিত্তিক কাজের মাধ্যমে মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশের গণমাধ্যমে একটি আদর্শ দৃষ্টান্ত হয়ে উঠছেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ