জনকণ্ঠে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদে সকল কার্যক্রম স্থগিত
দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা আজ হঠাৎ করে পত্রিকার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। মালিক পক্ষের সিদ্ধান্তে একযোগে ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগের শোকের মাস আগস্ট উপলক্ষে জনকণ্ঠ পত্রিকার ব্যানার লাল থেকে কালো করার সিদ্ধান্তে মালিক পক্ষের সঙ্গে সাংবাদিকদের মতবিরোধ দেখা দেয়। সাংবাদিকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হঠাৎ করেই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাকি সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা জনকণ্ঠ পত্রিকার সকল নিউজ প্রচার বন্ধ রাখার ঘোষণা দেন। তারা জানিয়েছেন, মালিক পক্ষ এ ঘটনার সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রতিবাদরত সাংবাদিকরা অভিযোগ করেছেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম আইন ও সাংবাদিকতার নীতির পরিপন্থী। তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, জনকণ্ঠ দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, যা দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



























