হিউম্যান রাইটস ওয়াচ
মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক আইন এবং সিদ্ধান্ত দেশের মানুষের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে। ২১ মে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনের কঠোর সংশোধনী ব্যবহার করে সরকার আওয়ামী লীগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা বাকস্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকারকে খর্ব করছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নতুন ক্ষমতা প্রয়োগ করে সরকার আওয়ামী লীগের সভা, প্রকাশনা এবং অনলাইনে সমর্থন জানানোর মতো কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এটি শুধু বর্তমান সরকারের সমালোচকদের ওপর নয়, বরং এখন সরকারের নিজ দলের সমর্থকদের অধিকারও হুমকির মুখে ফেলেছে।
এছাড়া, গুম প্রতিরোধে প্রণীত খসড়া আইন আন্তর্জাতিক মান পূরণ করছে না এবং অতীতের গুম সংক্রান্ত অপরাধগুলোর জন্য কোনো কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এইচআরডাব্লিউ-এর এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, "গুম সংক্রান্ত খসড়া আইন শেখ হাসিনার আমলে গুম হওয়া শত শত ভুক্তভোগী ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নয়।"
সংস্থাটি আরও জানায়, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও তার নিবন্ধন বাতিল কার্যত দলটিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সামিল। এতে দলটির দীর্ঘদিনের সমর্থকগোষ্ঠীর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ শুধু রাজনৈতিক বৈচিত্র্য হ্রাসই করছে না, বরং তা মানবাধিকারের আন্তর্জাতিক মানের পরিপন্থী।