ভারত পলাতক আওয়ামী লীগ নেতাদের অর্থের জোগানদাতা রাহাত!

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির একাধিক নেতা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সাভার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের মধ্যে মাসুম দেওয়ান ও মঞ্জুরুল আলম রাজীব পলাতকদের অন্যতম। এদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার রাকিবুল হাসান রাহাত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভারতে পলাতক একাধিক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে জানা গেছে, এই রাহাতই হুন্ডির মাধ্যমে নিয়মিত অর্থ পাঠিয়ে পলাতকদের জীবিকা নির্বাহে সহায়তা করে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা বলেন, "ভারতে আশ্রয় নেওয়ার পর অর্থনৈতিক সংকটে পড়েছি আমরা সবাই। কিন্তু সাভার ছাত্রলীগের নেতাদের টানাপোড়েন নেই। রাহাত নিয়মিত টাকা পাঠাচ্ছে তাদের জন্য।"
রাহাত বর্তমানে সাভারে অবস্থিত ‘৫০ এভি রেস্টুরেন্ট’-এর মালিক হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সঙ্গে তার ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা দীর্ঘদিনের। রাহাতের বিরুদ্ধে নারী নিপীড়ন, চাঁদাবাজি ও বুলিংয়ের অভিযোগ রয়েছে, যা নিয়ে সংবাদ পরিক্রমায় ইতিপূর্বে দুইটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে:
“নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার রাহাত এখনও দাপিয়ে বেড়াচ্ছে!”
“ভদ্রতা’র মুখোশ খুলে গেল! ৫০ এভি রেস্টুরেন্টের রাহাতের বুলিংয়ের শিকার এক তরুণী!”
এই প্রতিবেদন প্রকাশের পর পরই হুমকির মুখে পড়েছেন সংবাদ পরিক্রমার প্রতিবেদক। অভিযোগ উঠেছে, সাবেক সংসদ সদস্য ড. এনামুর রহমানের ঘনিষ্ঠ এক সাংবাদিক বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।
এই সমস্ত বিষয়ে রাকিবুল হাসান রাহাতের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।