সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৪০, ৭ জুলাই ২০২৫

ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান

ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান
সংগৃহীত

এক‌দিনের সং‌ক্ষিপ্ত সফরে মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন। তার সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

 

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, মঙ্গলবার ভো‌রে এক‌দি‌নের সফ‌রে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান ঢাকায় আস‌ছেন। ঢাকা সফরকা‌লে তি‌নি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে আলোচনা করবেন।

মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, মাত্র এক‌দি‌ন ঢাকায় অবস্থান কর‌বেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান। তি‌নি দেশটির প্রতিরক্ষা সংস্থার দেখভাল ক‌রেন। তার সফ‌রে প্রতিরক্ষা সহযোগিতা নি‌য়ে আলোচনা হ‌বে।

 

তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থা ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি)। সংস্থা‌টি প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিকাশ ও বিবর্তনের বিষয়ে ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের সমরাস্ত্র কেনাকাটা এবং বিনিয়োগের দেখভাল করে এসএসবি।

 

সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্ক বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সহযোগিতা দিয়ে থাকে। গত সাত বছরে বারাক্তার টিবি–২ ড্রোনসহ অন্তত ১৫ ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ।

 

তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধানের বুধবার (৯ জুলাই) ঢাকা ত্যাগ করার কথা র‌য়ে‌ছে।

সর্বশেষ