মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ফেনী প্রতিনিধি :

প্রকাশিত: ২১:৩২, ৭ জুলাই ২০২৫

বিজিবি’র অভিযানে ফেনীতে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবি’র অভিযানে ফেনীতে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সংগৃহীত

ফেনীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৭ জুলাই) ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের টহল দল ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন প্রকার ঔষধ এবং হেয়ার অয়েল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা বলে জানিয়েছেন ফেনী-৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বিজিবির অধিনায়ক জানান, “সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী-৪ ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে।”

জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ