মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:০২, ৮ জুলাই ২০২৫

শহীদ শাহিনের পরিবারের পাশে জাতীয় যুবশক্তি

শহীদ শাহিনের পরিবারের পাশে জাতীয় যুবশক্তি
সংগৃহীত

আনসার সদস্যদের হামলায় নিহত শহীদ মো. শাহিন হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় যুবশক্তি।

সোমবার (৭ জুলাই) রাজধানীর বাসাবো এলাকায় শহীদ শাহিনের বাসায় গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

জাতীয় যুবশক্তি মহানগর সবুজবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক (এনসিপি) মো. শাহিন, আব্দুল হাদি চৌধুরী, গোলাম মহিউদ্দিন ফারুক, রাসেল, পান্না, বিথি, ইনজামামুল আলম শুভ, মো. মাসুদুল ইসলাম চৌধুরী, রিয়াদ, রুপম, জোহান, আনোয়ারসহ সবুজবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শহীদ পরিবারের সদস্যরা জানান, গত ৫ আগস্টের পর সচিবালয়ের সামনে একটি ষড়যন্ত্রমূলক পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে আনসার সদস্যদের সহিংস আচরণের শিকার হন আন্দোলনরত নেতাকর্মীরা। এ সময় জনাব হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা শুরু হলে তাঁকে রক্ষা করতে গিয়ে শহীদ হন মো. শাহিন হাওলাদার।

স্মৃতি হাতড়ে পরিবার বলেন, শাহিন শুধু আমাদের সন্তান বা উপার্জনকারী ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী সৈনিক, যিনি ন্যায় ও নেতৃত্বের পক্ষেই জীবন দিয়েছেন।” তাঁরা আবেগভরা কণ্ঠে বলেন, শাহিন যাঁর জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই হাসনাত আব্দুল্লাহর সঙ্গে অন্তত একবার সরাসরি দেখা করার সুযোগ চান।

জাতীয় যুবশক্তির নেতারা পরিবারকে আশ্বস্ত করেন, শহীদ শাহিন হাওলাদারের আত্মত্যাগ যেন যথাযথ মর্যাদা পায়, সে লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। একই সঙ্গে পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তাঁরা।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং পরিবারের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ