শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নীলফামারী প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:৪০, ৩১ জুলাই ২০২৫

গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে

হামলার তথ্য নিতে গিয়ে সাংবাদিককে লাঞ্ছনা ও গ্রেপ্তারের হুমকি

হামলার তথ্য নিতে গিয়ে সাংবাদিককে লাঞ্ছনা ও গ্রেপ্তারের হুমকি
সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুই সাংবাদিককে গালিগালাজ ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ থানার সামনে ‘গোলঘর’ নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক কালবেলার রংপুর প্রতিনিধি রেজওয়ান রনি ও প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক জহির রায়হান।

 

সাংবাদিকরা জানান, গত রোববার (২৭ জুলাই) রংপুরের গঙ্গাচড়া উপজেলার খিলালগঞ্জ ইউনিয়নের সীমানা লাগোয়া কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি বাজারের কাছে মাইকিং করে হাজারো মানুষ জড়ো করা হয়। পরে ওই এলাকার হিন্দুপল্লীতে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলার প্রস্তুতির স্থান কিশোরগঞ্জ থানার আওতাধীন হওয়ায় ঘটনার বিস্তারিত জানতে থানায় যান দুই সাংবাদিক।

 

তারা অভিযোগ করেন, তথ্য জানতে চাওয়ায় ওসি মো. আশরাফুল ইসলাম তাদের গালিগালাজ করেন এবং গ্রেপ্তারের হুমকি দেন। পরে এ বিষয়ে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন শেখ ওসির সঙ্গে যোগাযোগ করলে ওসি বলেন, “আমি কিন্তু আধুনিক পুলিশ। সাংবাদিকদের ভয় করে চলবো এরকম আমি না। আপনারা এসপি, ডিআইজি বা আইজির কাছে অভিযোগ করলেও আমার চাকরি থাকবে না, তাতেও আমার কিছু যায় আসে না। ফাইজলামি করলে পিটিয়ে সোজা করে দেব।”

 

এ ঘটনায় সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ছড়িয়েছে। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা। অবিলম্বে ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় তদন্ত করতে হবে।”

 

এ বিষয়ে জেলার পুলিশ সুপার এএফএম তারিক হাসান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।