শনিবার ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ১৫ আগস্ট ২০২৫

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : ড. ইউনূস

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : ড. ইউনূস
ড. ইউনূস

মালয়েশিয়ার সরকারি সফরের পর, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ায় দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে তার ভাবনাগুলো তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, বৈধ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক ব্যবস্থার সংস্কার খুবই জরুরি। ইউনূস বলেন, "যদি নির্বাচন বৈধ না হয়, তাহলে তার আয়োজনের কোনো অর্থ নেই।"

 

ড. ইউনূস তার লক্ষ্য হিসেবে একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচনের আয়োজনকে যুক্ত করেন। তিনি বলেন, “আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি,” এবং জানান যে, রাজনৈতিক ব্যবস্থার অনেক কিছু সংস্কার করার প্রয়োজন রয়েছে, কারণ পূর্বের নির্বাচনে কারচুপি ও অপব্যবহারের ঘটনা ঘটেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও তিনি আলোচনা করেন। প্রসঙ্গক্রমে তিনি জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় হাসিনাকে নিয়ে আলোকপাত করেছেন। তিনি আহ্বান জানান যে, হাসিনাকে ভারতের মধ্যে চুপ রাখতে বলা হোক। ইউনূস বলেন, “মোদি আমাকে জানিয়েছে, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন, "বাংলাদেশে তার সমর্থকরা আবারো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে," তাই তাদের কার্যকলাপকে সীমাবদ্ধ রাখতে হবে।

উল্লেখ্য, ড. ইউনূস পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে সুসংহত করতে চান এবং ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, “ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। সুযোগের সঠিক ব্যবহার করতে হবে।”

এভাবে, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ ও রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে একটি শক্তিশালী বার্তা প্রদান করেন।

এই প্রতিবেদনটি সঠিক ও সুষ্পষ্ট তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং সংবাদ পরিক্রমার জন্য উপযোগী।