শনিবার ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৯:১৫, ১৬ আগস্ট ২০২৫

আলাস্কায় বৈঠকে বসেছেন ট্রাম্প-পুতিন!

আলাস্কায় বৈঠকে বসেছেন ট্রাম্প-পুতিন!
সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কার বৃহত্তম শহর অ্যানকোরেজে শুরু হয়েছে এ বৈঠক। 


এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে অ্যানকোরেজের এলমেন্ড্রেফ-রিচার্ডসন সেনাঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান। প্রায় একই সময় বিমানবন্দরে পৌঁছায় পুতিনকে বহনকারী বিমানটিও।


দুই নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরের টারমাকে লাল গালিচা পাতা হয়েছিল। ট্রাম্প এবং পুতিন এসে পৌঁছালে তাদেরকে সামরিক অভিভাদন জানায় মার্কিন সেনাবাহিনী। বিমান বন্দরে একটি নীল রঙের মঞ্চও স্থাপন করা হয়েছে, যেখানে লেখা রয়েছে ‘আলাস্কা ২০২৫’। বিমানবন্দরে নামার পর সেই মঞ্চে ট্রাম্প এবং পুতিন পরস্পরের সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন।

বিমানবন্দরে নামার পর উভয় নেতা সৌজন্য বিনিময় করেন এবং হাত মেলান। এ সময় উপস্থিত সাংবাদিকরা ট্রাম্প ও পুতিন— উভয়কে উদ্দেশ্য করে চিৎকার করে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। কিন্তু দুই নেতার কেউই তাতে সাড়া দেননি।
হাত মেলানো শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়িতে চেপে সেনাঘাঁটি ছাড়েন পুতিন এবং ট্রাম্প।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রথম দিকের পরিকল্পনা ছিল— বৈঠক হবে শুধু পুতিন এবং ট্রাম্পের মধ্যে। পরে এতে খানিকটা পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুসারে বৈঠকে পুতিনের সঙ্গে থাকবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।


অ্যানকোরেজের নির্ধারিত ভেন্যুতে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে তারা সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়: