শনিবার ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ০৯:২১, ১৬ আগস্ট ২০২৫

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ প্রকাশিত হয়েছে। অভিযোগটি করেছেন এক প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। 
ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঘটনাটির সত্যতা যাচাইয়ে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, অভিযোগটি প্রকাশের আগেই বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত হয়ে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। অভিযোগকারীর সামাজিক মর্যাদা ও ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় সেনা আইন অনুযায়ী সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত সদস্যরা নিয়ম অনুযায়ী সরকারি বাসস্থান বা অন্যান্য সুবিধা পান না। তবে মানবিক কারণে এক প্রাক্তন কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনায় পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সেনাবাহিনী নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং নীতিভ্রষ্ট কর্মকাণ্ডে কোনো প্রশ্রয় দেয় না। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: