মোহাম্মদপুরে গণপিটুনিতে যুবক নিহত, চাপাতি ও সিএনজি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা আরাম মডেল টাউনে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাজ্জাদ হোসেন (১৮)। তিনি ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মৃত শাজাহান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন আসে, বছিলায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা ৮০-১০০ জন মানুষের মাঝে এক যুবককে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পাশেই পড়ে ছিল একটি চাপাতি ও একটি ভাঙাচোরা সিএনজি। পরে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ৪-৫ জনের একটি ছিনতাইকারী দল বাবু নামের এক ব্যক্তির সিএনজি ছিনতাই করে। পরে ওই সিএনজি দিয়েই তারা ছিনতাই করছিল। একপর্যায়ে সিএনজি উল্টে গেলে সাজ্জাদ ধরা পড়ে যায় এবং জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশের এসআই পবিত্র কুমার মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ভাঙা সিএনজি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমরা ৯৯৯-এর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকাটি দীর্ঘদিন ধরেই ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। বিশেষ করে ভোর ও রাতের বেলায় ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে।