বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে : মির্জা ফখরুল

বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ সেপ্টেম্বর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে। দলের ওপর দমন-পীড়ন চালাতে লাখো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ১৭শ’ এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য এক অমানবিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।”
তিনি আরও বলেন, সামনে বড় চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সর্বোচ্চ সুষ্ঠু করার লক্ষ্যে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। সংস্কার প্রস্তাব ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি।
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।